রাব্বি, কলারোয়া: কলারোয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নাহিদ হাসান শাহীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের হলরুমে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শামিমুজ্জামান টিপুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাহিদ হাসান শাহিন। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান প্রমুখ। এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নাহিদ হাসান শাহীনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতারা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …