শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া চলাচলের রাস্তা আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পলাশপোল নূর মহলের সামনের খাল ধার থেকে ডা. আব্দুর রাজ্জাকের বাড়ির সামনে হয়ে রিমঝিম পানির অফিসের সামনে পর্যন্ত এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু। এসময় তিনি বলেন, পলাশপোল এলাকার এ রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। রাস্তাটি নির্মাণের ফলে অত্র এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারবে। পর্যায়ক্রমে এলাকার সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, প্রফেসর কামরুজ্জামান, প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন, জেলা নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী মো. কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্য সহকারী আব্দুল মোতালেব, জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি হেদায়েতুল ইসলাম, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, আব্দুস সামাদ, হাবিবুর রহমান, নির্মাণ কাজের ঠিকাদার আকরাম হোসেন খান বাপ্পী, অসিম কুমার দাশ সোনা, আশরাফ খান শফি, কমল বিশাস, আশরাফ হোসেন খান তপু, আব্দুল কালাম, আমিনুল ইসলাম কাজল, আব্দুল আজিজ, রাহাত ইশতিয়াক শোভন, শরিফুল বাশার সোহাগ, মির্জা অর্ঘ্য, শামিম আহম্মেদ রাজা, জামসেদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ৪১৫ মিটার এ আরসিসি ঢালাই রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০ লক্ষ টাকা। রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর মধ্যে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা গেছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম মাও. জাহাঙ্গীর আলম।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …