সাবেক নেতাদের নতুন রাজনৈতিক দল যেভাবে দেখছে বিএনপি

নতুন উদ্যমে যাত্রা শুরু করল নিবন্ধিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপি। বিএনপির দলছুট ও বহিষ্কার হওয়া নেতারা ভিড়েছেন প্রয়াত মন্ত্রী নাজমুল হুদার প্রতিষ্ঠিত দলটিতে।

মঙ্গলবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল হয়। কাউন্সিলে শমসের মবিন চৌধুরীকে দলটির চেয়ারপারসন ও তৈমূর আলম খন্দকারকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

তৃতীয় গুরুত্বপূর্ণ পদ এক্সিকিউটিভ চেয়ারপারসন করা হয়েছে প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদাকে;যিনি এতোদিন দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছিলেন।

শমসের ও তৈমূর এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একজন দল ছেড়ে চলে গেছেন। অন্যজন বহিষ্কার হয়েছেন।

বিএনপি বলছে, সাবেকদের নতুন দল গঠন বা ভিন্ন দলে যোগদান নিয়ে দলটি মোটেও চিন্তিত নয়।

দলটির নেতারা দাবি করেছেন, এ ধরণের ঘটনা বিএনপির কোন ক্ষতি আগেও করতে পারেনি এবং ভবিষ্যতেও করতে পারবে না।

তবে, রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, বিএনপি যদি আগামী জাতীয় নির্বাচনে অংশ না নেয়, তাহলে বিএনপি ছেড়ে অন্য দল গঠনের এমন ঘটনা দেশের অন্যতম প্রধান এই দলটির জন্য নেতিবাচক হতে পারে।

বিএনপি থেকে বেরিয়ে সাবেক নেতাদের ভিন্ন দলে যেগাদানের ঘটনা এটাই প্রথম নয়।

বিভিন্ন সময় বিএনপি থেকে আলাদা হয়ে যাওয়া সাবেক নেতারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল গঠন করেছেন – দুয়েকটি ব্যতিক্রম বাদে সেসব দলের অধিকাংশেরই হয় নামে বা প্রতীকে কোন না কোনভাবে বিএনপির ছায়া দেখা যায়।

কোন দলের নামের সাথে বিএনপির ছায়া রয়েছে, কেউ দলীয় প্রতীক হিসেবে ধানের শীষ সদৃশ কিছু বেছে নিয়েছেন, আবার কেউ নিজের দল নিয়ে পরে ফিরেছেন বিএনপি নেতৃত্বাধীন জোটেও।

তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ার পর শমসের মবিন চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, ২০১৫ সালে বিএনপি ছাড়ার সময় তিনি তার পদত্যাগপত্রে লিখেছিলেন যে, ভবিষ্যতে শারীরিক অবস্থা ঠিক থাকলে এবং সুযোগ পেলে জনগণের সেবা করবেন তিনি। সেই লক্ষ্য থেকেই তিনি রাজনীতিতে অবদান রাখতে চান।

সাবেক কূটনীতিক, সেনা কর্মকর্তা এবং বিএনপির তৎকালীন এই ভাইস চেয়ারম্যান ২০১৫ সালে যখন রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেন, তখন অনেকে অবাক হয়েছিলেন। সেসময় অবসরে যাওয়ার সিদ্ধান্তের পেছনে কোন কারণ দেখাননি তিনি।

তবে তার তিন বছর পর ২০১৮ সালে শমসের মবিন চৌধুরী বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন।

তখন বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সাম্প্রদায়িক রাজনীতির প্রশ্নে’ মতবিরোধের কারণে বিএনপি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

তৃণমূল বিএনপিতে যোগ দেয়ার কারণ হিসেবে শমসের মবিন চৌধুরী বলেন, এই দলের নীতি, আদর্শসহ অনেক কিছু রয়েছে যা তার পছন্দ হয়েছে। এছাড়া তার চিন্তাধারা নিয়েও দলটি তার সাথে একমত হয়েছেন।

বিএনপির বিষয়ে তিনি বলেন, যে কারণে বিএনপি ছেড়ে এসেছিলাম সেই কারণ তো এখনো রয়েছে। ফিরে যাওয়ার জন্য তো ছেড়ে আসিনি। ছেড়ে আসছি ওখান থেকে চিরতরে।

অন্যদিকে, ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দেয়ার পর নানা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তৈমুর আলম খন্দকার।

গত দুই বছর ধরে বিএনপি দেশের কোন নির্বাচনে অংশ না নিলেও, ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন তৈমুর আলম খন্দকার।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ার কারণে ২০২২ সালের জানুয়ারিতে দল থেকে বহিষ্কার করা হয় তাকে।

বিএনপির বিভিন্ন নেতা বিভিন্ন সময়ে দলটি ত্যাগ করে গিয়ে নতুন দল গঠন করেছেন। তালিকায় শুরুতেই বলা যায় বিকল্প ধারার কথা।

বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় ২০০১ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী। পরে ২০০২ সালের জুন মাসে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে তিনি বিএনপি থেকেও পদত্যাগ করেন।

তার পদত্যাগের আগে অবশ্য সংসদে তার অভিশংসন নিয়ে আলোচনা হয়েছিল। বিএনপির পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে সর্বসম্মতিক্রমে আহ্বানও জানানো হয়েছিল।

২০০২ সালে পদত্যাগের পর বদরুদ্দোজা চৌধুরী ২০০৪ সালের মার্চে বিকল্প ধারা বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন।

তিনি এখনো দলটির সভাপতি হিসেবে রয়েছেন। এই দলটির মহাসচিবের পদ রয়েছেন আরেক সাবেক বিএনপি নেতা এম এ মান্নান। সেবছর মুন্সীগঞ্জ-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছিল দলটি।

রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদ বলেন,বদরুদ্দোজা চৌধুরী জানতেন যে তার নিজের কোন শক্তি নাই। বিএনপির শক্তিতে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। গো ধরে বসে থাকার মতো মনের জোর তার ছিল না। তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ করার পর তিনি নানা ভাবে নিগৃহীত হয়েছেন। পরে তিনি বিকল্প ধারা তৈরি করেন।

এরপর ২০০৬ সালের ২৬শে অক্টোবর কর্নেল অলি আহমেদ বিএনপি থেকে বেরিয়ে লিবেরাল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি নামে নতুন দল ঘোষণা করেন।

কর্নেল অলি আহমেদ ছাড়াও বিএনপির ১১ জন সংসদ সদস্য ওই নতুন দলে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন, জাতীয় সংসদের সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলী, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার, জাহানারা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ বেশ কয়েকজন নেতা।

কয়েক বছর পরে ২০১২ সালের জুনে বিএনপি থেকে পদত্যাগ করেন দলটির আরেক শীর্ষ নেতা নাজমুল হুদা।

পদত্যাগের আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় তথ্যমন্ত্রী এবং পরে ২০০১ সালে গঠিত সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন। যাদের হাতে বিএনপি দলটি গড়ে উঠেছিল নাজমুল হুদা ছিলেন তাদের একজন। আবার এই দল থেকে তিনি বহিষ্কৃতও হয়েছেন।

পরে দলে ফিরলেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে আমন্ত্রণ জানাতে তার দাবি পূরণ করেননি, এই অভিযোগ তুলে ২০১২ সালের জুন মাসে তিনি পদত্যাগ করেন।

ভিন্ন ভিন্ন দলের কারণে কি ক্ষতি হবে বিএনপির?

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, দ্বাদশ নির্বাচনের খুব বেশি একটা সময় বাকি নেই। নির্বাচনে আগে অনেক ধরণের রাজনৈতিক সমীকরণ তৈরি হয় দেশে।

এ অবস্থায় অনেকেই বিএনপি থেকে বেরিয়ে আসতে চাইতে পারেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নেতৃত্বের উপর দলটির অনেকেই নানা কারণে ক্ষুব্ধ।

মহিউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ছেড়ে যাওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে সেটা চলতে থাকলে বিএনপির জন্য নেতিবাচক হতে পারে। তবে বিএনপি যদি আগামী সংসদ নির্বাচনে অংশ না নেয়, শুধুমাত্র তাহলেই সমস্যা হবে বলে মনে করেন তিনি। যদি নির্বাচনটা হয়ে যায় কোন ভাবে তাহলে বিএনপি খুবই সমস্যায় পড়বে। আর যদি বিএনপি এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে নির্বাচন হবে না, তাহলে যারা এখন দলছুট হচ্ছে তারা হারিয়ে যাবে।

তবে, পুরো বিষয়টিই বিএনপির শক্তিমত্তার উপর নির্ভর করছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক।

মহিউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলে সেটা বৈধতা পেয়ে যাবে। কারণ বিএনপি ছাড়া যদি অন্য সব দল নির্বাচনে অংশ নেয়, এবং বিএনপির নেতারাও যদি অন্য সব রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেয় তাহলে, নির্বাচনের পর বিএনপি একাকী হয়ে পড়বে।

সাবেক নেতাদের ভিন্ন দল গঠনের ফলে বিএনপির ক্ষতি হবে এমন কথা মানতে নারাজ দলটির শীর্ষ নেতারা।

তারা বলছেন, বিএনপি থেকে দুই-এক জন নেতা বেরিয়ে গেলেও তাতে ক্ষতির কোন কারণ দেখছেন না তারা।

সোমবার বিএনপির এক সংবাদ সম্মেলনে শমসের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগ দেয়া নিয়ে সাংবাদিকদেরা প্রশ্ন করলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা কেউই বর্তমানে দলের সদস্য নন। সে কারণে তারা আলাদা দল গঠন করলে বিএনপির কোন আপত্তি নেই।

তিনি বলেন, বিএনপি একটা বিশাল প্রবাহমান নদীর মতো। এখানে কত খড়কুটা আসে, কত খড়কুটা যায়। কাজেই বিএনপির কিছু যায় আসে না। কেউ আলাদা দল গঠন করলে এতে দলের আপত্তি নেই।

এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিবিসি বাংলাকে বলেন, যারা চলে গেছে তাদের যাওয়ার ফলে বিএনপি দুর্বল হয়েছে বলে দল মনে করে না।

চলতি বছর তৃণমূল বিএনপির নিবন্ধন দেয়া হয়েছে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, সরকারের হাত রয়েছে এই দলের নিবন্ধন দেয়ার পেছনে। এই দলটির নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করার কোন সুযোগ নাই।

তিনি আরো বলেন, সরকার এর আগের ইলেকশনের আগেও এমন রেজিস্ট্রেশন দিয়েছিল। কী হয়েছে তাতে? বিএনপির কোন ক্ষতি হয় নাই।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল। এর আগে অনেক বার অনেক লোক দল ছেড়ে গেছে।

শুধু বিএনপি নয় বরং আওয়ামী লীগ ছেড়েও দলটির অনেক নেতা এর আগে চলে গেছে বলে জানান তিনি।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।