রাজধানীর তোপখানা সড়কের দ্য গ্র্যান্ড হায়াত হোটেলের একটি কক্ষ থেকে মাদারীপুরের রাজৈর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ বাড়ৈর (৪৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাহবাগ থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী প্রথম আলোকে বলেন, গত বুধবার বিকেলে দ্য গ্র্যান্ড হায়াত হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন মনিন্দ্র নাথ বাড়ৈ। গতকাল রাতে ওই কক্ষ থেকেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের আগে এ বিষয়ে কিছুই বলা সম্ভব নয়।
মনিন্দ্র নাথ বাড়ৈর চাচাতো ভাই বাবুল বাড়ৈ প্রথম আলোকে বলেন, মনিন্দ্র বিদ্যালয়–সংক্রান্ত কোনো একটি কাজে ঢাকায় এসেছিলেন। পুলিশের কাছ থেকে তাঁরা খবর পেয়েছেন, মনিন্দ্র আত্মহত্যা করেছেন। কিন্তু তিনি আত্মহত্যা কেন করবেন, সেটি পরিবারের কেউ বুঝতে পারছেন না।
বাবুল বাড়ৈ জানান, মনিন্দ্র নাথের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি পরিবার নিয়ে রাজৈরে বসবাস করতেন। তাঁর দুই সন্তান। ছেলে ঢাকার একটি কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। আর মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। মনিন্দ্রের স্ত্রী গৃহিণী।