দেবহাটা: দেবহাটায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আশাশুনি থানার জিআর ৬৭/৯২ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দেবহাটার চালতেতলা গ্রামের আদর আলী মোড়লের ছেলে আব্দুস সামাদ মোড়ল, দেবহাটার এনজিআর ৩১/২৩ মামলার আসামী টাউনশ্রীপুরের মৃত আব্দুল রহিমের ছেলে তরিকুল ইসলাম, একই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী রীনা বেগম ও ছেলে আকিব জাভেদ রুশো। শুক্রবার ভোররাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, এসআই নূরনবী, এসআই সেলিম রেজা, এসআই রাজীব মন্ডল, এএসআই আব্দুর রহিমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …