সাতক্ষীরা সংবাদদাতাঃ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার।
সেখানে আমাদের বলার কিছু নেই। তারা কাকে ভিসা দিবে, কি-না দিবে সেটা তাদের নিজস্ব এখতিয়ার। আমরা মনে করি তারা কোন দল বা পক্ষকে দেখে এটা করেননি। আগামী নির্বাচনের যারা অন্তরায় হবে, যারা এই নির্বাচন বাধা গ্রস্থ করবে কিম্বা নির্বাচন যারা প্রভাবিত করার চেষ্টা করবে, ভন্ডুল করার চেষ্টা করবে বা উচ্ছৃংখল করার চেষ্টা করবে তাদের প্রতি আমেরিকার এই ভিসা স্যাংশন নীতি প্রয়োগ হবে। আমরা মনে করি এটা তাদের আভ্যন্তরীন ব্যাপার।
শনিবার দুপুর দেড় টায় তিনি সাতক্ষীরার পুলিশ লাইন্স ইনডোর প্টেলগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি গোলাম মঈন উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার কোনো দেশে গিয়ে বলেছেন, তোমরা যদি তোমোদের দেশকে উন্নত করতে চাও তাহলে বাংলাদেশকে ফলো করো, শেখ হাসিনাকে ফলো করো। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের শঙ্কিত হওয়ার কোন কারন নেই। নির্বাচন আসলে সবাই তার দলের কাজ কর্ম নিয়ে আরো জনগণের কাছে পৌছাতে চাই। সে জন্যই এ গ্রোগ্রাম। নির্বচন খুব আসন্ন সে জন্যই সব দল গুলো তাদের দাবী দাওয়া নিয়ে আসছে। কিছু দিন পরেই জনগণ এই আনন্দে একত্রিত হবে। আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি মন্তব্য করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানান। এরপর স্বরাষ্ট্র মন্ত্রী সেখানে মধ্যাহ্নভোজ শেষে বেলা তিনটায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপির নির্বাচনী এলাকা কালিগঞ্জ উপজেলার নলতা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …