নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম প্রমুখ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …