কলারোয়া ব্যুরো : শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ ঢাকা এর পক্ষ থেকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমানকে দলের অফিসিয়াল ব্লেজার তুলে দিলেন-শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং বর্তমান শেখ রাসেল ক্রিকেট একাডেমির সহ.সভাপতি ডাক্তার মুফতি মো. আবু তাহের। রোববার সকাল ১০ টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে ক্লাবের পক্ষ থেকে সহ.সভাপতি মুফতি মো. আবু তাহের সৌজন্য সাক্ষাৎ করে ওসির হাতে ব্লেজার তুলে দেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। কলারোয়া থানার ওসি বাংলাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় মুফতি মো. আবু তাহেরকে অভিনন্দন ও শুভকামনা জানান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …