সব ষড়যন্ত্র পতিহত করে শেখ হাসিনার নেতৃত্বই নির্বাচন হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের কোন মানবিকতা নেই, এরা খুনি। খুনিদের আদর্শে বিশ্বাসী ও ৭১ এর রাজাকার এবং ৭৫ এর খুনি। ওরা বন্দুকের জোরে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বিএনপি ষড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না। যাদের নেতা একজন সন্ত্রাসী। যারা এতিমের টাকা মেরে খায় তারা আবার রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আগামী নির্বাচন ভন্ডুল করলে, ষড়যন্ত্র করলে বিএনপি-জামায়াতকে ছাড় দেওয়া হবে না। তাদের সব ষড়যন্ত্র পতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা হবে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা পিএন হাইস্কুল সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন। প্রধান অতিথি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম দ্রব্যমুল্যের সিন্ডিকেট সম্পর্কে বিএনপি ও অসাধু ব্যবসায়ীদের কঠোর সমালোচনা করে বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে যারা সিন্ডিকেট করবে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একটি গোষ্টি সিন্ডিকেট করে বাজারে অস্থিতি পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাদেরকে ঐক্যবদ্ব থেকে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এদের প্রতিহত করতে না পারলে বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে। এরা দূস্কৃতিকারীদের চেয়েও খারাপ। একমাত্র শেখ হাসিনায় পারেন দুর্নীতিবাজদের টুটি চেপে ধরে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে। আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আগামী সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ব থেকে নৌকা প্রতিকে ভোট দিয়ে ও জয়যুক্ত করতে কাজ করার আহবান জানান। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসেনর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম সজিব প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।