সাতক্ষীরায় গুনগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও ব্যবহার শীর্ষক মাঠ দিবস 

ফিরোজ হোসেন, সাতক্ষীরা  : সাতক্ষীরায় গুনগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও ব্যবহার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৯ সেপ্টেম্বর)  সাতক্ষীরার তালা উপজেলার আড়পাড়া গ্রামে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে ও ‘কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার’ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসে  বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ওমর আলীর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের ( গবেষণা অধিশাখা) যুগ্ম সচিব ড. সাবিনা ইয়াসমিন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। সার্বক্ষণিক কৃষকদের পাশে আছে। কৃষকদের সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত সরকার। আখ চাষ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আখ চাষের পাশাপাশি বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব। তাতে করে কৃষকরা অধিক লাভবান হবেন। আখের সাথে যদি কেউ অন্য কোন ফসল চাষাবাদ করে তাহলে আখ চাষ তার জন্য বোনাস।
তাই কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য ত্রিমূখী চাষাবাদ করার জন্য সবাইকে আহ্বান জানান।
তিনি আরো বলেন, আখ চাষ দিন দিন কমে যাচ্ছে। আখের উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি আখের সাথে সাথী ফসল চাষ প্রকল্পটি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে কৃষি মন্ত্রণালয় কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসআরআই’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. শামসুর রহমান, ড. মো. আবু তাহের সোহেল, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ  প্রমুখ।  এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বাবুর আলী গাজী, কৃষক মো. জাহাঙ্গীর হোসেন, কৃষক আব্দুল লতিফ, কৃষক আমিনুর রহমান, ইউপি সদস্য শংকর দাশ, কৃষক মুস্তফাফিজুর রহমান।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে ৮০ কৃষক অংশ নেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলী নেওয়াজ।

Check Also

বড়দল সেন্ট জেভিয়ার্স চার্চের প্রধান ফাদার বাবুল বৈরাগীর সাথে জামায়াত নেতা মুহাদ্দিস রবিউল বাশারের সৌজন্য সাক্ষাৎ

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনে।।বুধবার(২৫ ডিসেম্বর) ক্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৩ আসনের এমপি প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।