মৎস্যঘের থেকে মাছ চুরির সময় হাতে নাতে ধরে ফেলায় চোরের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক মুহা: জিললুর রহমান। ১ অক্টোবর ২৩ তারিখে সাতক্ষীরা সদর উপজেলার ডেয়ের বিল এলাকার মৎস্যঘের এঘটনা ঘটে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক জিললুর রহমান।
তিনি জানান, ডেয়ের বিলে ২২ বিঘার মাছের ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ যেমন-রুই, কাতলা, মৃগেল ছোট বড় বিভিন্ন জাতের মাছ চাষ বিগত ২০০৮ সাল থেকে পরিচালনা করে আসছেন। পূর্ব পরিকল্পিতভাবে ১ অক্টোবর দুপুরের দিকে মাছ চুরি করার উদ্দেশ্যে ঘেরে জাল ফেলতে থাকে বদ্দীপুর কলোনি এলাকার মাহবুবুর রহমান(৪৪) এবং তার পুত্র মুন্না (২১)। বৃষ্টি হওয়ায় তখন ঘেরে অবস্থান করছিলেন তিনি। এ সময় তাদের হাতে নাতে ধরে ফেলায় মুন্নার হাতে থাকা লোহার শাবল দ্বারা তাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করে। শাবলের আঘাত মাথায় না লেগে নাকের উপর লেগে মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়। আঘাতের পর তিনি ভেড়িতে পড়ে গেলে পুনরায় আবারও শাবল দ্বারা আমার বাম চোখে সজোরে আঘাত করে। ফলে বাম চোখের নিচে লেগে মারাত্মক রক্তাক্ত কাটা জখম হয়। পরে তার পিতা মাহবুবুর রহমানের হাতে থাকা লোহার হাতুড়ি দ্বারা খুন করার উদ্দেশ্যে নাক সহ চোখ বরাবর সজোরে আঘাত করে। এসময় ভুক্তভোগী সাংবাদিক জিললুর রহমানের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক জিললুর রহমান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …