৩০ আনসার ব্যাটালিয়নের মাসিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরাঃ  ৩০ আনসার ব্যাটালিয়নের মাসিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর  পুরাতন জমিদার বাড়ী ৩০ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত  হয়। সাংস্কৃতিক সন্ধ্যায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খাঁন ।
ব্যাটালিয়নের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সৈনিকদের মনোবল ও কাজের গতি বৃদ্ধির লক্ষে আগ্রহী ব্যাটালিনের বিভিন্ন পদবীর সদস্যদের সমন্বয়ে আনন্দদায়ক এ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। এসময় পরিচালক  এনামুল খাঁন ও তার দল একটি স্বরচিত গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আরোও গান পরিবেশন করেন ৩০ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মাইনুল হাসান, ব্যাটালিয়ন আনসার মোঃ আনোয়ার হোসেন,  ল্যান্স নায়েক মোঃ শামীম পারভেজ, ব্যাটালিয়ন আনসার মোঃ শফিকুল ইসলাম, ব্যাটালিয়ন আনসার মোঃ হুমায়ুন কবির, ব্যাটালিয়ন আনসার শুভ আহমেদ, ব্যাটালিয়ন আনসার মোঃ মোকাদ্দেস আলী, ল্যান্স নায়েক মোঃ ফরিদ হোসেন, ব্যাটালিয়ন আনসার মোঃ আব্দুল বারেক, ল্যান্স নায়েক আব্দুল কাদের, ল্যান্স নায়েক মোঃ আবুল হোসেন, ব্যাটালিয়ন আনসার মোঃ আকাশ এবং ব্যাটালিয়ন আনসার মোঃ রিয়াজ হোসেন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ফ্যাশন শো পরিবেশন করেন ২৩ ব্যাচের ব্যাটালিয়ন সৈনিকবৃন্দ। পরে পরিচালক এনামুল খাঁন সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান কালে সুস্থ সংস্কৃতি চর্চার এ ধারা তিনি যতদিন দায়িত্বে আছেন ততদিন অব্যহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন। এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সাংস্কৃতিক সন্ধার সমাপ্তি ঘোষনা করেন। তাছাড়াও পরিচালক  এনামুল খাঁন প্রতি মাসের ন্যায় সৈনিকদের মেসে মাসের শেষ দিন হিসেবে বড় খানায় অংশগ্রহণ করেন এবং প্রতিদিনের নিয়মিত আয়োজন যেমন সকালের পিটি,জীম অনুশিলন ইত্যাদি কার্যক্রমে সৈনিকদের সাথে অংশগ্রহণ করে থাকেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সকল পদবীর সদস্যবৃন্দ।
 এ অনুষ্ঠান সঞ্চালকের দ্বায়িত্ব পালন করেন মাইনুল হাসান কোম্পানী কমান্ডার ৩০ আনসার ব্যাটালিয়ন।
Please follow and like us:

Check Also

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইল হামলায় শিশুসহ নিহত ১৪

গাজা উপত্যকার নুসেইরাত ক্যাম্পের একটি বসত বাড়িতে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।