দৈনিক কালবেলা’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি গাজী ফারহাদ

দৈনিক কালবেলা’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি গাজী ফারহাদ

সাতক্ষীরা প্রতিনিধি: দেশের শীর্ষ জাতীয় “দৈনিক কালবেলা” পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জেলার তরুণ সাংবাদিক গাজী ফারহাদ। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক পত্রে রবিবার (১ অক্টোবর) থেকে এ নিয়োগ কার্যকর হয়।

নিয়োগ পত্রে উল্লেখ করা হয়েছে, কর্মকালীন সময়ে সাংবাদিক ফারহাদকে পত্রিকাটির নিয়ম এবং শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

সাংবাদিক গাজী ফারহাদ ২০১৬ সালে সাতক্ষীরার স্থানীয় দৈনিক কালের চিত্র পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউজ ঢাকা, ঢাকাপ্রকাশসহ একাধিক অনলাইন ও জাতীয় দৈনিকে কর্মরত অবস্থায় তিনি পাঠক মহলে আস্থা ও সুনাম অর্জন করেছেন। তার লেখনিতে সৃষ্টিশীলতা, প্রগতিশীল এবং মানবিকতা থাকায় সবার মাঝে বিদগ্ধ আত্মার খোরাক জোগায়। সমাজ বদলে তার নিরব ভূমিকা প্রশংসনীয়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ভোরের পাতা ও সাতক্ষীরার দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার এবং জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

গাজী ফারহাদ নতুন কর্মস্থলে সকলের সহযোগিতা চেয়ে বলেন, আমাকে প্রতিদ্বন্দ্বী মনে না করে সহকর্মী ভেবে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকতা এক মহান পেশা। এই পেশাকে সঠিকভাবে লালন করতে হলে সততাও আদর্শকে ঠিক রাখতে হবে তবেই সফলতা আসবে। তিনি সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।