পাটকেলঘাটা বাজারে সড়ক সংষ্কার কাজের উদ্বোধন

কুমার: দীর্ঘদিন পরে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের জন গুরুত্বপূর্ণ হাইস্কুল থেকে ভূমি কমিশানের কার্যলয়ের অভিমুখে রোড ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সাকলে সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ফিতাকেটে ঢালাই কাজের উদ্বোধন করেন। প্রায় এক কোটি চার লক্ষ টাকা ব্যয়ে ৩২০ মিটার কাজ চলছে বলে তালা এল জি ই ডি সুত্রে জানা গেছে। তবে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তাটির কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, সাবেক শিক্ষক নেতা আব্দুর রব পলাশ, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, আ.লীগ নেতা শেখ মঞ্জুরুল ইসলাম, ঠিকাদার আব্দুল জব্বারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, তালা উপজেলায় ১১টি রাস্তার কাজ চলমান রয়েছে। এখনও অনেক কাজ অপেক্ষায় আছে। ধারাবাহিকভাবে বাকি কাজও সম্পন্ন হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।