হামাস ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের লাইভ কভারেজ রিপোর্ট করছিলেন গাজার সাংবাদিক। তখনি সংবাদদাতার ঠিক পিছনে একটি টাওয়ারে আঘাত হানলো রকেট। ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাস আজ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলার মাধ্যমে ইসরায়েলকে হতবাক করে দিয়েছে। কারণ বন্দুকধারীরা কমপক্ষে ২০০ জনকে হত্যা করেছে এবং ইসরাযইলি নারীদের রাস্তা থেকে জিম্মি করেছে।
ইসরাইল হামাসের সাথে যুদ্ধ ঘোষণা করে নিজের প্রতিক্রিয়া জানায়। প্রতিশোধ হিসেবে গাজায় বিমান হামলা চালায়, প্রায় ১৯৮ জন নিহত হয়। কারণ নেতারা ‘অভূতপূর্ব মূল্য’ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আল জাজিরার সাংবাদিক ইউমনা এল সাইদ যুদ্ধের প্রথম দিনের নৃশংসতার লাইভ কভারেজ রিপোর্ট করছিলেন। মাথায় হেলমেট পরে গাজায় উৎক্ষেপণ করা রকেট হামলা সম্পর্কে দর্শকদের অবহিত করার সময় এল সাইদের পিছনে একটি বিশাল আগুনের গোলার বিস্ফোরণ দেখা যায়। প্রবল শব্দ শুনে চিৎকার করে ওঠেন ওই সাংবাদিক। তারপরে তিনি ঘুরে দেখেন রকেটটি একটি আবাসিক ভবনে আছড়ে পড়েছে।
বিজ্ঞাপন