প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদরের দেবনগর গ্রামের মুছা গাজীর ছেলে মনিরুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে। ওই ঘটনায় ভুক্তভোগী নারী ন্যায় বিচারের জন্য সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভূক্তভূগী ওই নারী বলেন, আমি অন্যের বাড়িসহ বিভিন্ন ইট ভাটায় যেয়ে গৃহীনির কাজ করে জীবিকা নির্বাহ করি। এক বছর পূর্বে চট্টগ্রামের এক ইট ভাটায় আমি রান্নার কাজ করতে যায়। ওই একই ইটভাটায় সর্দারের কাজ করতো ধর্ষক মনিরুল ইসলাম। মনিরুল ও আমার বাড়ী একই গ্রামে হওয়ায় মনিরুলের সাথে আমার নিয়মিত কথা হতো। একপর্যায়ে সে আমার সাথে প্রেমের সম্পর্ক করে এবং আমাকে বিবাহ করার আশ্বাস প্রদান করে। সে আমাকে বিয়ে করবে বলে ঢাকায় নিয়ে আসে এবং একটি বাসা ভাড়া নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এরপর আমি বারংবার বিবাহের কথা বলিলে সে বিভিন্ন অজুহাত দিয়ে তালবাহানা করতে থাকে।এক পর্যায়ে তার বাড়িতে যেয়ে বিয়ের কথা বলিলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ী মারপিট করে। তারপর খুন জখমের হুমকি প্রদান করে তাড়িয়ে দেয়।এ ব্যাপারে জানার জন্য মনিরুল ইসলামের মোবাইলে মঙ্গলবার রাত ৯টা ৪০মিনিটে কয়েকবার কল দিলে নম্বরটা বন্ধ পাওয়া যায়।সাতক্ষীরা সদর থানার এএসআই আবু তাহের বলেন, ভূক্তভূগী ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …