মুজাহিদুল ইসলাম, ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়স্থ প্রধান সড়কের পাশে শামিয়ানা টানিয়ে জেলা বিএনপির আয়োজনে এই অনশন কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। এসময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আর যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় তাহলে এর সকল দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অনশন কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আবু হাসান হাদী। অনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম শফি, সাতক্ষীরা সদর থানা বিএনপির সদস্য সচিব প্রফেসর আতাউর রহমান, সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সাতক্ষীরা পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিলন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিন, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদীর স্বপন, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান প্রমুখ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। অপরদিকে, সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির আয়োজনে এই অনশন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম। এসময় তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। তাকে বিনা দোষে বিনা কারণ আটকে রাখা হয়েছে। কোন শর্ত ছাড়া অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ব্যবস্থা করতে হবে। এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে। আমরা দুর্নীতিবাজ ফ্যাসিবাদ সরকারের সাথে কোন আপোষ করতে রাজি নয়। একমাত্র বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তাহলে বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবে। তা না হলে এদেশের জনগণকে সাথে নিয়ে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তুলবো। আগামীতে বিএনপির সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহনের আহবান জানান।’ অনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. মো. নূরুল ইসলাম, কলারোয়া উপজেলার বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইবাদুল ইসলাম, আশাশুনির হেদায়েতুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, ঢাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, শ্রমিক দলের সভাপতি মো.আব্দুস সামাদ, জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের সাইফুল ইসলাম বাবু, কৃষক দলের রবিউল ইসলাম, মো. আজিজুর রহমান সেলিম, ইসমাইল হোসেন নিরব, মো. শাহিন ইসলাম প্রমুখ। পরে কর্মসূচিতে আগত বিএনপির নেতাকর্মীদের পানি খাইয়ে অনশন ভাঙ্গান সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার বাবুল মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …