আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি শর্ত প্রত্যাহার করলে তবেই সরকার সংলাপের বিষয়টি বিবেচনা করবে।’
তিনি বলেন, ‘বিএনপি বলছে যে তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন বাতিল চায়। বিএনপি শর্ত প্রত্যাহার করলে তবেই আমরা সংলাপের কথা ভাবব।’
রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন যে, ‘আমরা কোনো শর্তসাপেক্ষ সংলাপ নিয়ে মাথা ঘামাই না।’
এর আগে আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘কর্যকরী সংলাপ’র আহ্বান জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।
এনডিআই’র কো-চেয়ার কার্ল এফ ইন্ডারফার্থ বলেন, ‘২০২৪ সালের জানুয়ারির নির্বাচনের অচলাবস্থা নিরসনের সর্বোত্তম উপায় হচ্ছে কার্যকরী সংলাপ।’
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন মূল্যায়ন দল) আমাদের সাথে সংলাপের বিষয়ে (অন্যান্য রাজনৈতিক দলের সাথে) কোনো আলোচনা করেনি। আমরা তাদের সাথে কথা বলেছি এবং সাংবাদিকদের জানিয়েছি করেছি। সাংবাদিকরাও প্রশ্ন তোলেন। সংলাপের বিষয়ে তারা কিছু বলেননি। এখন তারা যদি মনে করে (সংলাপ প্রয়োজন) তাহলে সেটা তাদের ব্যাপার।’
বিএনপির সাথে সংলাপের সম্ভাব্য বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সাথে সংঘাতের পেছনে সরকার দায়ী নয়।’
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করব। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আমরা নির্বাচন করব।’
সূত্র : ইউএনবি