Share
নিজস্ব প্রতিবেদক: সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের প্রত্যক্ষ ও উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে উপকারভোগীদের সরব উপস্থিতি প্রমাণ করে শেখ হাসিনা সরকার বারবার দরকার। জননেত্রী শেখ হাসিনাকে আমরা যদি ধন্যবাদ না জানায় তাহলে আমরা বড় অকৃতজ্ঞ হয়ে যাবো। জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমি সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নসহ ১৪টি ইউনিয়নে কি উন্নয়ন করেছি তা আপনারা সবাই জানেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১৭ কোটি মানুষের কথা ভাবেন। জননেত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়েছেন কিভাবে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াতে পারে। জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণে নিরলস পরিশ্রম করে পদ্মাসেতু, মেট্রোরেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেল, বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। এছাড়াও দেশে ৫৬০টি মডেল মসজিদ তৈরি করেছেন জননেত্রী শেখ হাসিনা। সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। জমাত বিএনপি’র কোন ষড়যন্ত্রই বাংলার জনগন মেনে নেবেনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে আমরাও সাতক্ষীরাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য সকলের সহযোগিতা দরকার। মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সাতক্ষীরা গড়তে হবে। আজকের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের জনস্রোত প্রমাণ করে দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে এবং তাঁকেই আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমি উপস্থিত সকলকে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনার পাশা পাশি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, মহিলা অধিদপ্তর সাতক্ষীরা’র সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগী মো. আব্দুর জব্বার, বীর নিবাস পাওয়া উপকারভোগী বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার, আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগী মো. আব্বাস আলী, উপকারভোগী শিক্ষার্থীর অভিভাক স্বপ্না দাশ, উপকারভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী শিউলি দাস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগী তপন দাস, উপকারভোগী কৃষক জোবাইদা খাতুন, উপকারভোগী প্রতিবন্ধী সিহাব সিদ্দিকী, বয়স্ক ভাতা ভোগী লিয়াকাত শেখ, কৃষক কমলেশ সরকার প্রমুখ। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফিংড়ী ইউনিয়নে সরকারের বিভিন্ন উপকারভোগী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।