শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :
শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলার উদ্যোগে প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার পলাশ আহমেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ, এস এম মাহবুবুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ লিয়াকাত আলী। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …