নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতিক বিজয়ের লক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ১৮ অক্টোবর বুধবার বিকাল ৫টায় শহরের খুলনারোড মোড়ে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় তিনি বিভিন্ন চায়ের দোকান, হোটেল-রেস্তরা, ফলের দোকান, বিভিন্ন ওষুধ ফার্মেসী এবং পথচারীসহ সাধারণ মানুষের হাতে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন। গণ সংযোগ কালে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ, মন্দির নির্মাণ করেছেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর নির্মাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরেন। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিক কে বিজয়ী করতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। গণসংযোগ কালে উপস্থিত ছিলেনজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী আলী সুজয়, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাপ্পি, ছাত্রলীগ নেতা ফরহাদ, সাংবাদিক ফরহাদ, বশির আহমেদ, আশরাফুল, নুরু, রনি, হৃদয়, সাকিব, সোহেল, আল আমিন, সাব্বির, শাহিন আলম, লিয়ন প্রমুখ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …