সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বামী

এ বি সিদ্দিক সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বামী। বুধবার (১৮ অক্টোবর) সকালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রানু বেগম (৩০)। তিনি উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলি সরদারের মেয়ে। তার স্বামী মুজিবুর রহমান (৩৫) কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের ইমান আলির ছেলে।
নিহতের ভাই সাদ্দাম জানান,সকালে ঘুম থেকে উঠে কাজকর্মের সন্ধান করতে বললেই শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে আমার বোনকে এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, কাজকর্মের সন্ধান করতে বলায় শাবলদিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার পর স্বামী মুজিবুর রহমান পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা রানুকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে আসামিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।