সাতক্ষীরায় ৬০৬ টি পূজা মন্ডপে  ৩৮ শতাধিক আনসার সদস্যের দায়িত্ব বন্ঠন 

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : দূর্গাপূজা উপলক্ষ্যে অঙ্গীভুত আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং  সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ অক্টোবর  বিকালে সাতক্ষীরা আনসার ভিডিপি জেলা কার্যলয়ে  সাতক্ষীরা সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মাহফুজুর রহমান’র তত্বাবধানে  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ব্রিফিং  করেন সাতক্ষীরা জেলা কমান্ড‍্যান্ট মোরশেদা খানম। এসময়  প্রধান অতিথি সকল আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন, ডিউটিকালিন সময়ে সার্বক্ষণিক নির্ধারিত ফুল ইউনিফর্মে ডিউটিতে অবস্থান করতে হবে। দায়িত্ব পালনে টার্চ ফোন গান শোনা ও ভিডিও কলে কথা বলবেন না, মোবাইলে পূজা মন্ডপে বা প্রতিমার ছবি ভিডিও ধারণ ও ইন্টারনেটে শেয়ার না করা। সর্বপরি বাহিনীর ভাবমূর্তি নষ্ট না করা এবং যে কোনো প্রয়োজনে উল্লেখিত মোবাইল নং বা বিষেশ দায়িত্ব প্রাপ্ত ব‍্যাক্তির নিকট যোগাযোগ করাসহ সর্ব সময় সতর্কতার সহিত দায়িত্বে থাকা। উল্লেখ্য সাতক্ষীরা জেলায় ৬০৬ টি পূজা মন্ডপে ৩৮ শতাধিক  অধিক আনসার সদস্য ও সদস্যা নির্বিঘ্নে দায়িত্ব পালন করবে।

তালায় ১৯৬ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ

তালা(সাতক্ষীরা) সংবাদদাতা:
শারদীয় দুর্গাৎসব উপলক্ষে তালা উপজেলার ১৯৬টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়। শুক্রবার (২০ অক্টোবর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুদান বিতরণ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম-পিপিএম, পাটকেলঘাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, আওয়ামী লীগনেতা মীর জাকির হোসেন, মীর মহাসীন, শাহাবুদ্দীন বিশ্বাস প্রমুখ।
এ সময় উপজেলার ১৯৬টি পূজা মন্ডপের অনুকূলে প্রত্যেক মন্ডপে সরকারি অনুদানের ৫০০ কেজি চাল হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।