বেদনা বিধূর পরিবেশে তালায় প্রাক্তন প্রধান শিক্ষক এমএ কাসেমের দাফন সম্পন্ন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
বেদনা বিধূর পরিবেশে তালা শহীদ আলী আহমদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তালা মহিলা কলেজ ও কামেল মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা এম,এ কাসেম (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় তালা বিদে স্কুল মাঠে মরহুমর প্রথম জানাজা এবং বেলা ১১ টায় বারুইহাটী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। এ সময় তালা উপজেলা সাবেক নির্বাহী অফিসার ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ রেজওয়ান হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, সাতক্ষীরা জেলার সাবেক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সাসের পরিচালক শেখ ইমান আলী,তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেনসহ  প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাযা নামাজে ইমামতী করেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহীদুর রহমান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ষ্ট্রোক জনিত কারণে খুলনার আদ্-দ্বীন হাসপাতালে এম,এ কাসেম মারা যান। এদিন দুপুরে তালাস্থ নিজ বাসায় বুকের ব্যথা অনুভব করলে তাকে প্রথমে তালা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে খুলনার আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।