সাতক্ষীরায় হরতাল ও অবরোধে ৩০ আনসার ব্যাটালিয়ন, আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্য মোতায়েন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরাঃ
দেশব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচিতে জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্যসহ সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা  হয়েছে। ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খাঁ জানান,   স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিদ্ধান্তক্রমে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তররের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী পরিকল্পনা অনুযায়ী খুলনা বিভাগের সকল জেলায় ব্যাটালিয়ন আনসার, সাধারন আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের হরতাল ও অবরোধ ঘোষিত সময়ে মোতায়েন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ৩০ আনসার ব্যাটালিয়ন পুরাতন জমিদার বাড়ী, সাতক্ষীরা হতে বাগেরহাট জেলায় ৫৫ জন, সাতক্ষীরা জেলায় ৫৬ জন ও খুলনা জেলায় ৩২ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলায় মোতায়েনরত সাধারন আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের নিয়ে জেলার নির্বাচন অফিস, বাসস্ট্যান্ড, রেল-লাইন, সরকারী গুরুত্বপুর্ণ অফিস ও অন্যান্য গুরুত্বপুর্ণ পয়েন্টে সশস্ত্র নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নির্বিঘ্ন করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মোতায়েন কার্যক্রম অব্যাহত থাকবে । জননিরাপত্তার লক্ষ্যে আনসার বাহিনীর আরও অধিক পরিমাণে সদস্য মোতায়েন করার পরিকল্পনা রয়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। এর আগে  গত রবিবার হরতাল চলাকালে ৩০ আনসার ব্যাটালিয়ন হতে ১৫ জন বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার ও ১৫ জন সাধারণ আনসার সদস্যজেলা প্রশাসকের কার্যালয় ও সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাতক্ষীরার সাথে সাক্ষাত করে আইন শৃঙ্খলার বিষয়ে আলোচনা করেন এবং মোতায়েনকৃত বিভিন্ন পয়েন্ট  পরিদর্শন করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম বলেন,দেশব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচিতে জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সাতক্ষীরার বিভিন্ন স্থানে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য যে, সারা দেশে দশ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য এবং ৪২টি ব্যাটালিয়ন হতে প্রয়োজনীয় সংখ্যক ব্যাটালিয়ন আনসার সদস্য অবরোধ ও হরতালে নাশকতা রোধে জননিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।