সাতক্ষীরা জেলা পুলিশের ২৪ ঘন্টার অভিযানে নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের ১০জনসহ ৪০জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার পৃথক দুটি প্রেসবিজ্ঞপ্তিতে উক্ত গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।
বিএনপি জামায়াতের গ্রেপ্তারকৃত ১০জন নেতা কর্মী সমর্থক হলেন সাতক্ষীরা সদরের ঘোনা গ্রামের বকুল হায়দারের ছেলে মো. মঞ্জুরুল আলম বাপ্পি (৩৩), বালুইগাছা গ্রামের মৃত হাজিম উদ্দিনের ছেলে মো. রওশন আলম (৫০), কালিগঞ্জের পশ্চিম পাইকাড়া গ্রামের মৃত আক্তারুজ্জামান মিন্টুর ছেলে মেহেদী হাসান (৩০), তালার উত্তর শাহাজাতপুর গ্রামের মো. আসাদ জোয়াদ্দারের ছেলে মো. মনিরুজ্জামান (২৮), হরিহরনগরের মো. হাফিজ উদ্দীনের ছেলে মো. ময়নুল ইসলাম (৫২), শ্যামনগরের গাবুরা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মাওলানা জি,এম দিদারুল ইসলাম (৪৮), কালিগঞ্জের বাজারগ্রাম রহিমপুরের আব্দুল গফ্ফারের ছেলে মাওলানা মো. আজিজুর রহমান, পাটকেলঘাটার মাহামুদপুরের হাতেম আলী শেখের ছেলে নুরুল ইসলাম ওরফে মন্টু (৩৬), দক্ষিণ নগরঘাটার মৃত বাছতুল্লাহ সরদারের ছেলে মো. নুরুজ্জামান (মুকুল) সরদার(৫৫) এবং কালিগঞ্জের খানজিয়া গ্রামের জামাল উদ্দিন গাজীর ছেলে সেলিম রেজা(২৮)। গ্রেপ্তারকৃতদের নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে জেলা পুলিশের নিয়মিত অভিযানে ৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাজা ও ৫০পিস ট্যাপান্টডল ট্যাবলেট এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানা ও এজাহারনামীয় ৩০জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …