সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ৫০ জনসহ বিভিন্ন মামলায় আরো ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, গ্রেপ্তারকৃত বিএনপি জামায়াতের নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত বিএনপি জামায়াতের নেতা কর্মীরা হলেন, বিএনপির সক্রিয় সদস্য সাতক্ষীরা সদর থানার ওমরাবতী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ ইকবাল হোসেন (৫৬), বিএনপির সক্রিয় সদস্য পারমাছখোলা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মাওলানা আব্দুর জাকির(৪৫), বিএনপির সক্রিয় সদস্য আশাশুনির শ্বেতপুর গ্রামের মৃত ডাঃ মাওলা বক্সের ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৫), শ্যামনগরের গাবুরা ইউনিয়নের স্বেছাসেবক দলের সভাপতি মোঃ মহাতাব উদ্দীন সরদারের ছেলে মোঃ কবিরুল ইসলাম (৫০) এবং জামায়াতের সক্রিয় সদস্য সাতক্ষীরা সদরের আমতলার মৃত আহম্মদ আলী সরদারের ছেলে মোঃ কামরুল ইসলাম সরদার।
একই সময়ে জেলার ৮টি থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পালাতক আসামীসহ ১৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।