বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য অগ্নি সংযোগ ও অবরোধ কর্মসূচির বিরুদ্ধে আ.লীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য অগ্নি সংযোগ ও অবরোধ কর্মসূচির বিরুদ্ধে সাতক্ষীরায় আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের খুলনা রোড মোড়ে আওয়ামী লীগের উক্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশির সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভিন রত্না। এছাড়া বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আ.লেগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সদর উপজেলা আ.লীগের সহ সভাপতি সায়েম ফেরদৌস পলাশ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, সহ সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর বসু, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মতিয়ার রহমান, ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক রাফিনুর আলী, আ.লীগ নেতা আব্দুস সালাম, আমজাদ হোসেন লাভলু, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা সীমা সিদ্দিকী, শ্রমিকলীগ নেতা আব্দুল্লাহ সরদার, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ শাহিনুল ইসলাম, ছাত্রলীগের নূর ইসলাম, সোহেল, হৃদয়, রনি, আশরাফুল প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সারা দেশে মডেল মসজিদ, মন্দির নির্মাণ করেছেন। বিশ্বের মাঝে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে ক্ষমতা লোভি বিএনপি-জামায়াত দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্থ করার লক্ষে আন্দলনের নামে অবৈধ অবরোধের ডাক দিয়েছে।

তারা অবরোধের নামে পুলিশ হত্যা করা, বাসে অগ্নি সংযোগ করে সাধারণ মানুষ পুড়িয়ে মারা, দেশের সম্পদ নষ্ট করছে। দেশের সাধারণ জনগণ তাদের এই অবৈধ অবরোধ প্রত্যাখান করেছে। প্রধান অতিথি আরো বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচন বানচাল করার জন্য বিএনপি- জামায়াতের সন্ত্রাসীরা দেশে-বিদেশে বিভিন্ন ভাবে সড়যন্ত্র করছে। তাদের ওই সড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে। আগামী ২০২৪ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি অব্যহত থাকবে। ইনশাআল্লাহ কোন অপতৎপরতা নির্বাচনকে বাঁধাগ্রস্থ করতে পারবেনা। কেউ বাঁধা দিতে আসলে বাংলাদেশ আওয়ামীলীগ দাত ভাঙা জবাব দেবে।

Check Also

আশাশুনির তুয়ারডাঙ্গা বাজারে জামায়াতের অফিস উদ্বোধন 

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার(৮ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।