বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ভোমরার স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ী সীমান্ত থেকে ২ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ পিস সোনার বারসহ মো. সাইফ উদ্দিন (২৩) নামে একজনকে আটক করে বিজিবি। সাইফ উদ্দিন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ী গ্রামের কবির সরকারের ছেলে।
বৃহস্পতিবার রাতে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় ভোমরা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল লক্ষীদাড়ী সীমান্ত থেকে সাইফ উদ্দিনকে আটক করা হয়। তার দেহে তল্লাশি চালিয়ে প্যান্টের ডান পকেট থেকে ২ কেজি ৪২০ গ্রাম ৬৬০ মিলিগ্রাম ওজনের ১০ পিস সোনার বার জব্দ করা হয়। যার বাজার মূল্য মূল্য প্রায় ২ কোটি ১৩ লাখ ৫০ হাজার ২২১ টাকা।
এর আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বাশকল এলাকা থেকে সোনাসহ আশরাফুল ইসলাম (২৪) নামে এক বাইসাইকেল চালককে আটক করে বিজিবি। তার দেহ তল্লাশি করে ১ কেজি ৪১০ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।
লে. কর্ণেল আশরাফুল হক জানান, সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।