প্রধান তিনটি রাজনৈতিক দলকে সংলাপে বসার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির হয়ে কূটনীতিক ডোনাল্ড লুর চিঠি দ্বাদশ জাতীয় নির্বাচনে তফশিল ঘোষণায় প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, ‘অবশ্যই না, কোনো প্রভাব পড়বে না।
তফশিল ঘোষণা নিয়ে জাহাংগীর আলম বলেন, ‘কবে, কখন, কীভাবে তফশিল ঘোষিত হবে এ বিষয়টি আগামীকাল সকাল ১০টায় এখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের অবহিত করব।’
ডোনাল্ড লুর চিঠি নিয়ে তিনি বলেন, ‘প্রথমত, সংলাপের চিঠি কি না এটা তো কমিশন অবহিত নয়। কারণ কমিশনের কাছে কিছুই আসে নাই। সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোড ম্যাপ প্রস্তুত করেছে, সেই রোড ম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে।’
অনেক রাজনৈতিক দল নির্বাচনের তফশিলকে প্রতিহত করতে চাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আপনারা বাড়তি কী প্রস্তুতি নিয়েছেন—জানতে চাইলে জাহাংগীর বলেন, ‘আমরা সত্যি এ জাতীয় কোনো হুমকিতে নাই। যার কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে যখন কমিশন সভা করেছে, সেখানে তাদের যে নির্দেশনা দেওয়া আছে তারা সেটা প্রতিপালন করবে।’
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো বাড়িতে নিরাপত্তা থাকছে কিনা জানতে চাইলে ইসি সচিব পাল্টা প্রশ্ন করেন, ‘আপনারা এখানে আসার ক্ষেত্রে কোনো বাধা পেয়েছেন?’
‘এটা সত্যিকার অর্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবে, তারা কী উদ্যোগ নিয়েছেন। কী প্রস্তুতি নিয়েছেন’-যোগ করেন সচিব।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর ২৯ জানুয়ারির মধ্যে রয়েছে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি।