ছাত্রলীগের পিটুনির পর দুই ছাত্রদল নেতাকে পুলিশে দিল ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যানার টানাতে গিয়ে ছাত্রলীগের হাতে পিটুনির শিকার হয়েছেন দুই ছাত্রদল নেতা। এরপর ছাত্রলীগ নেতারা তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে। আর প্রশাসন নিয়মিত ছাত্র নয় বলে ওই দুই ছাত্রদল নেতাকে শাহবাগ থানায় দিয়েছে। এরপর থানা তাদের পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

গতকাল রাতে এ ঘটনা ঘটে। দুই ছাত্রদল নেতা হলেন- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম।

ছাত্রদল নেতাদের অভিযোগ, ছাত্রলীগ নেতারা ওই দুজনকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়েছে। তাদের ফোন ও মানিব্যাগ ছিনতাই করেছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাসির উদ্দিন নাছির বলেন, ছাত্রলীগ নেতারা মারধর করে জোর করে তাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে গেছে। অ্যাকাউন্ট থেকে আমাদের পার্টি চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্ট করেছে।
যদিও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ক্যাম্পাসে ষড়যন্ত্রের তৎপরতা চালাতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল নেতাদের প্রতিহত করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম মাকসুদুর রহমান বলেন, ওই দুজন ঢাবির বর্তমান শিক্ষার্থী নন। গত রাতে আমরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, আগের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আসামিদের দ্রুত আদালতে পাঠাব।

Check Also

সারাদেশে সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ ২৫০ ধরনের ওষুধ ৩ ভাগের ১ ভাগ দামে পাবে জনগণ

সারা দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে ২৫০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।