২৪ দিনে ৬১৫ জন বিরোধী দলীয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব

ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২১ নভেম্বর) র‌্যাবের সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৬১৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এর আগে আদালত অবমাননার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়।

উল্লিখিত সময়ে (২৮ অক্টোবরের পর) সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজধানীতে ১৪৫টি এবং সারাদেশে ৪২৫টিরও বেশি টহল দল মোতায়েন করা হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের শক্তিশালী টহল দল মোতায়েন করা হচ্ছে।

সূত্র : ইউএনবি

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।