আইন শৃঙ্খলায় বিশেষ অবদানে বিভাগীয় সম্মাননা পেলেন আশাশুনি থানার ওসি

আশাশনির ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী খুলনা বিভাগীয় সম্মাননায় ভূষিত হয়েছেন।

জানাগেছে, গত ২১ নভেম্বর সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত নভেম্বর’ ২৩ মাসিক কল্যাণ সভায় ওয়ারেন্ট তামিল, আইন শৃঙ্খলা সমন্নত রাখা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় প্রথম স্থান অধিকারের ঘোষনা দেন ও সন্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)। পরে খুলনা বিভাগীয় পর্যালোচনায় তিনি বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে বিবেচিত হয়।

উল্লেখ‍্য, গত ২৩ আগস্ট’ ২৩ তারিখ বিশ্বজিৎ কুমার অধিকারী পদোন্নতি হয়ে প্রথম আশাশুনি থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া ও চোরাকারবারি সহ বিভিন্ন অপরাধ কর্মকা- ও অনিয়ম দুর্নীতিসহ সকল অপরাধ দমন করে থানার আইন শৃঙ্খলা রক্ষায় সাহসী ভূমিকা রাখার সাথে সাথে মানুষের কল্যাণে কাজ করায় পুলিশ প্রশাসনের পর্যালোচনায় বিভাগীয় সন্মাননার এ ঘোষণা পেয়েছেন বলে ওসি বিশ্বজিৎ কুমার অধিকারি জানান।

 

Check Also

জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেছেন, জামায়াত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।