বিলাল মাহিনী
চাঁদের গাগে যে কালিমা দেখছো-
তা চাঁদের মলাট বৈ কিছুই নয়
তোমার ঐ কালো টিপ যেনো সেই মলাটের প্রতিচ্ছবি
একটা টিপ ফুলের চারা লাগাবো ভাবছি
যেই ফুলবৃক্ষে ফুটবে লাল, নীল, বেগুনী, কালোসহ-
হরেক রঙের ফুল।
তুমি বকুল তলায় ফুলের বদলে নিজেকে কুড়াবে
ঐ গোলাপী ঠোঁটে চুমু ফুলের চাষ করবো
তোমার ঐ দু’চোখে ভৈরবের গতিবিধি আঁকবো
রূপসী সময়ের পাতা ওলটায়ে,
আঁধারে ঢাকা অবনিতে লোডশেডিং কমাবো-
তোমার চাঁদমুখ দিয়ে…
সন্ধ্যা নামবে, রাত্রি গভীর হবে
চাঁদের সীমান্ত পার হয়ে
খর-দুপুরের উড়ন্ত ধুলো
বৃষ্টির জলে স্নান করে কাদা হয়ে উঠবে
জ্যোৎস্না মলিন হবে ধুসর ধুলোয়
যেমনি মলিন হয়ে যাচ্ছে মানুষের মন
অনলাইনে বেচা-বিক্রি বেড়েছে মানুষের
মনুষ্যত্বের চাদর ছিঁড়ে ছিঁড়ে ত্যানা হয়ে যাচ্ছে বিবেক!
আর আমি চেয়ে চেয়ে দেখছি-
তোমার নীরবতা, হে বীর বাঙালি!