পূর্বনির্ধারিত ১০ দিনের ছুটি শেষে পিটার হাস ঢাকায়

পূর্বনির্ধারিত ১০ দিনের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার সকালে কলম্বো হয়ে ফিরেন তিনি।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের রুটিন ফ্লাইট (ইউএল-১৮৯)  বিমানবন্দরে অবতরণ করে। পিটার হাস কলম্বো থেকেই ফিরলেন নাকি ট্রানজিটে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মার্কিন তাগিদ ও ভিসা নীতি জারি রয়েছে। এমন পরিস্থিতিতে ১৬ নভেম্বর পূর্বনির্ধারিত ছুটিতে যান পিটার হাস।  বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শমূলক বৈঠকে যোগ দিতে পিটার হাস ঢাকা ছাড়তে পারেন-এমন আলোচনা আছে কূটনৈতিক মহলে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।