সরকারের পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল সামবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সংগীতা মোড় থেকে নিউ মার্কেট এলাকায় এ মিছিল করা হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান। উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা তারিকুল হাসান বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত না করে ঘরে ফিরবেন না তারা। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিও তোলা হয় সমাবেশে
