নব জীবন এর উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৩ উদ্যাপন

নব জীবন এর উদ্যোগে গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উদ্যাপন করা হয়েছে। নব জীবন নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। সকাল ০৭.৩০ মিনিট এ সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত মার্চ পাষ্ট এ অংশগ্রহণ করে নবজীবন ইন্সটিটিউট দল এবং সফলতার সাথে তৃতীয় স্থান অর্জন করে। এরপর সকাল ১০:৩০ টার সময় নবজীবন কমিউনিটি সেন্টারে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে অকুতভয় মুক্তিযোদ্ধারা হানাদার পাকিস্তানিদের বর্বরতার বিরূদ্ধে লাখো বীর বাঙালির সাথে একাত্মা হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং শহীদ হন। আজ লাখো প্রানের উৎসর্গে অর্জিত আমাদের এই মহান স্বাধীনতাকে রক্ষা করতে সকল শ্রেণির জনগনকে এক হতে হবে ও দেশের সার্বিক কল্যানে সর্বদা নিয়োজিত থাকতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নত বিশ্বের সাথে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় আমাদের উদ্বুদ্ধ হয়ে স্ব স্ব স্থানে কঠোর পরিশ্রম করতে হবে। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন স্কুল ট্রেনার মি. ইয়ান সচিত্রা ও নিউ জেনারেশন স্কুল মেন্টর মিস. চুনলে সিথ, নব জীবন কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ রনজিনা বেগম, নির্বাহী সদস্য আফরোজার রহমান খান চেীধুরী, সাধারণ পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার ফারুক আহম্মেদ সজীব, নব জীবন মাইক্রাফাইন্যান্স এর কোঅর্ডিনেটর মোঃ সেলিম মিয়া, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ মিজানুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং নব জীবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নবজীবন ইনস্টিটিউট এর সহকারী শিক্ষক কাজী মফিজুল হক। হাফেজ মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন ইনস্টিটিউটের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন।

Check Also

শ্যামনগরে চার মাস পর কবর থেকে গৃহবধুর লা*শ উত্তোলন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দাফনের চার মাস পর কবর থেকে রাবেয়া সুলতানা মায়া (২৩) নামের এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।