সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির কুশল বিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেছেন সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রাণপ্রিয় নেতা নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (১৬ ডিসেম্বর) শহরের মুনজিতপুরস্থ মীর মহলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিমিয় করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি সংসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ২নং ওয়ার্ড শাখার সভাপতি মীর হাবিবুর রহমান বিটু প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।