শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কর সহ ব্যবসায়ীর ১৫ লক্ষ টাকা লুট করেছে দূর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার শংকরকাটি গ্রামে স্টীল ব্যবসায়ী আতাউর রহমান গাজীর বাড়ীতে এঘটনা ঘটে।
আতাউর রহমান জানান, রাতে খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত ২টার দিকে ৫/৬ জনের দূর্বৃত্তর দল ঘরে চেতনানাশক স্প্রে করার পর সবাই অচেতন হয়ে পড়ে।
এসময় ঘরের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে আলমারীতে রক্ষিত মেয়ের বিয়ের জন্য সংগৃহিত ১০ভরি স্বর্ণালঙ্কার, ব্যবসায়ের নগত ৪লক্ষ টাকা, মূল্যবান পোশক ও ফ্রিজে রক্ষিত মাছ নিয়ে পালিয়ে যায়। এঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।