সাতক্ষীরায় হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপি- জামায়াতসহ বিরোধীদল ও জোটের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে বিএনপি।

জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে বেলা ১টার দিকে মিছিলটি শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বের হয়। দ্রুত বেগে মিছিলটি স্লোগান দিতে দিতে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে যেয়ে শেষ হয়।

২৮ অক্টোবর এর পর থেকেই বিএনপি ইতোমধ্যে ৩ দফায় ৪ দিনের হরতাল এবং ১১ দফায় ২০ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে পালন করে যাচ্ছে বিরোধী দলগুলো।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।