শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কে ধ্বংস করেছে সেটা আপনারা সবাই জানেন

মনিরুল ইসলাম মনি: আপনারা শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আপনারা জানেন সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নামে কি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতির আসনে কাদের বসানো হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন দেওয়ার নাম করে টাকা কার পকেটে গিয়েছে সেটাও আপনার জানেন। আপনারা কী ভূলে গেছেন? সেই সেই নিমাইয়ের কথা। যার কাছ থেকে দুয়ে ছেন্দে খেয়েছিলো নেতারা। সর্বস্ব বেঁচে কিনে সাড়ে ৪ লাখ টাকায় ছেলের চাকুরি না হওয়ায় স্ট্রোক আক্রান্ত হয়েছিলো। সাতক্ষীরা সদর উপজেলার ৯৬নং ব্যাংদহা প্রাইমারি স্কুলে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগে সদর এমপি এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন সদর উপজেলার ব্যাংদহা গ্রামের মৃত রাধাপদ ঢালীর ছেলে নিমাই চন্দ্র ঢালী। স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। আপনারা আমার সম্পর্কে খোজ খবর নেন। আমার সম্পর্কে খারাপ কিছু পেলে আমাকে ভোট দিতে হবে না। আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মীয়করণ থাকবে না। যেসব শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করা হয়েছে সেগুলো সবাইকে সাথে নিয়ে সেগুলো ঠিক করবো।
রোববার ২৪ ডিসেম্বর বিকালে সাতক্ষীরা শহরস্থ তালতলা হাই স্কুল শিক্ষকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন সাতক্ষীরা-০২ আসনে মহাজোট প্রার্থী আশরাফুজ্জামান আশু।

এদিকে ৭জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাঙ্গল প্রতিকে বিজয়ের লক্ষে সাতক্ষীরা-০২ আসনে মহাজোট প্রার্থী ‘র বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা, মতবিনিময় ও লিপলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টা থেকে তিনি সদরের বিভিন্ন স্থানে পথসভা, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন এবং ৭তারিখে মন খুলে ভোট দেওয়ার আহ্বান জানান আশরাফুজ্জামান আশু।
এদিকে সন্ধ্যায় ঝাউডাঙ্গায় পাথরঘাটা ব্রিজ সংলগ্ন জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা অফসে উদ্বোধন করা হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি সদস্য মফিজুর রহমানের সভাপতিত্বে অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনে মহাজোট প্রার্থী আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য এ্যাড. শাহনাজ পারভিন মিলি, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আবু তাহের, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম সহ সভাপতি আব্দুল খালেদ, উপজেলা যুবলীগ নেতা হাসানুজ্জামান, সোহরাব হোসেন সাজু, যুবলীগ নেতা রাজু ঘোষ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালেক, ব্যবসায়ী ও সমাজ সেবক জয়দেব কুমার ঘোষ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ।
পরে বল্লী ও রায়পুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। বল্লী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবিদুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনে মহাজোট প্রার্থী আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, অন্যতম সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান।
এদিকে রবিবার সকাল ১১টায় শহরের মাস্টারপাড়ায় সাবেক এসমপি এম এ জব্বারের বাসভবনে জেলা জাতীয় পার্টির অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকপার্টির সভাপতি মাগফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয়পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনে মহাজোট প্রার্থী আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, পৌর জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব সংহতির সদস্য শাখাতুল করিম পিটুল, জেলা জাতীয় পার্টির নেতা ইমামুল হক দাদু, ছাত্র বিষয়ক সম্পাদক বদরুজ্জামান বদু, জেলা ছাত্র সমাজের সভাপতি পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেলসহ জেলা জাতীয় পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি, পৌর জাতীয় পার্টি ও এর সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জোট প্রার্থী সাতক্ষীরা জেলা জাতীয় পার্টিন সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুজ্জামান আশুকে লাঙ্গল প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল কে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

 

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।