সাতক্ষীরা-২আসনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঈগল প্রতীককে বিজয়ী করতে বাঁশদহা বাজারে ভোটারদের গণজোয়ার

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাঁশদহা বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. আনসার আলীর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম খান সজিব, নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিনূর রহমান মঈন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের আহবায়ক ছাইফুল করিম সাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সুজয় বসু, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মো. মফিজুর রহমান, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, যুবনেতা মীর মহিতুল আলম মহি, ইঞ্জিনিয়ার ফাহমিদ তারিন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এহসান হাবীব অয়ন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস এম তুহিনুর রহমান তুহিন, সাইদুর রহমান অপু, মহাসীন, পৌর ২নং আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ, আওয়ামী লীগ নেতা প্রভাষক আমিনুল ইসলাম রাসেল, বাঁশদহা বাজার কমিটির সেক্রেটারী নাজমুল হোসেন প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী, এলাকার বীর মুক্তিযোদ্ধা, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

Check Also

নেশার টাকার জন্য কানের দুল ছিনিয়ে নিয়ে শিশুকে হত্যা, আদালতে আসামির জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনিতে শিশু নুসরাত জাহান হত্যা মামলায় গ্রেপ্তার রেজোয়ান কবিরছবি: প্রথম আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।