সাতক্ষীরা সংবাদদাত: ভোটারদের অনুপস্থিতির মধ্যদিয়ে সাতক্ষীরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। জেলার কোথাও কোন ভোট কেন্দ্রে ভোরদের দীর্ঘ লাইনে হয়নি। বেশির ভাগ সময়ে অলস সময় পার করেছে ভোট গ্রহণে নিয়োজিত কর্তৃপক্ষ। কয়েকটি কেন্দ্রে ভোট কক্ষে কুকুর প্রবেশ করতে দেখা গেছে। শতাধীক কেন্দ্র ঘুরে দেখাগেছে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ১৫ থেকে ২০ ভাগ ভোট পড়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। জেলায় ৯জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ উপজেলায় সশস্ত্র বাহিনীর একটি ব্যাটালিয়ন, ১০ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব, ৭ হাজার পুলিশ ও ১৪ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …