বিজয়ের পথে সাতক্ষীরা সদর আসনে জাতীয় পাটি মনোনীত নৌকার প্রার্থী আশরাফুজ্জামান আশু

সাতক্ষীরা সদর আসনে বিপুল ভোটে বিজয়ের পথে জাতীয় পাটি মনোনীত নৌকার প্রার্থী আশরাফুজ্জামান আশু। এরিপোর্ট লেখা পর্যন্ত ১৩৮ টি কেন্দ্রের মধ্যে ১০০ কেন্দ্রের বেসরকারী ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী

আশরাফুজ্জামান আশু লাঙ্গল ৬৫ হাজার ৪৫২ ভোট

মীর মোস্তাক আহমেদ রবি ঈগল ১৯ হাজার ৪৬৪ ভোট

মো.আফসার আলী ট্রাক ৫ হাজার ৭৮২ ভোট

মো. কামরুজ্জামান বুলু নোঙর ৫৭৪ ভোট

মোস্তফা ফারহান মেহেদী সোনালী আশ ২২৪ ভোট

মো. আনোয়ার হোসেন আম ৭১০ ভোট এবং

এনছান বাহার বুলবুল কাচি  ৩৫৪ ভোট।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সকাল ৮ টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোমরা ইউনিয়নের ৭ টি কেন্দ্রে শান্তি পূর্ন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।মোট ভোটার সংখ্যা ২২৬৫৫ জন, পুরুষ ভোটার ১১৩৬৩ জন, মহিলা ভোটার ১১২৯২ জন,কোন বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে,ভোমরা ইউনিয়নের ৭ টি কেন্দ্র হতে লাঙ্গল ৪০২৭ ভোটট্রাক ১৮৭৬ ভোট,ঈগল ৩৬৮ ভোট নোঙ্গর ১৬টি ভোট পেয়েছে।

ঝাউডাংগা ইউনিয়ন।সর্বমোট ভোটার:- ৩০৯৮৮সর্বমোট ভোট কাস্টিং :৯০৮৭নাঙ্গল :-৬৮১৯ঈগল:-১৩২৪
অন্যান্যা:- ৯৪৪

৭ নম্বর আলিপুর ইউনিয়ন, ভোটার সংখ্যা -২২০৭৯,লাঙ্গল -৬৪২২,ঈগল -১৩১৬,ট্রাক -৯৬২,অন্যান্য ,মোট -৮৮০৬

২ নং কুশখালি ইউনিয়ন মোট ভোটার সংখ্যা – ২৯৩০০ ১) নাঙ্গল- ৩২৬০ ২) ঈগল – ১৩২১ ৩) অন্যান্য- ৬৯২মোট ভোট – ৫২৭৩(১৮%) ভোট দিয়েছে।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।