সাতক্ষীরা-১ তালা – কলারোয়া নৌকার দেড় লাখ,দ্বিতীয় লাঙ্গলের ১৮ হাজার

আসাদুজ্জামান ফারুকী:কলারোয়া, সাতক্ষীরা।

সাতক্ষীরা ১ আসনে তালা ও কলারোয়া উপজেলায় মোট ১৬৮ কেন্দ্র।
সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার ৯৩ টি ও কলারোয়া উপজেলার ৭৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।
নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। তালা ও কলারোয়া উপজেলার মোট ১৬৮ কেন্দ্র থেকে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৮২ ভোট ও সব থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বীপ্রার্থী লাঙল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত ১৮ হাজার ৫শত ৫৩ ভোট পেয়েছেন।

উপজেলার নির্বাচন দায়িত্বে থাকা কর্মকর্তাদের সূত্র থেকে জানা গেছে, তালা উপজেলায় ৯৩টি কেন্দ্রে নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন পেয়েছে ৮৫ হাজার ৩ শত ১৭ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বীপ্রার্থী লাঙল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত ১৩ হাজার ১৮০ ভোট পেয়েছেন।
কলারোয়া উপজেলায় ৭৫টি কেন্দ্রের মধ্যে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন পেয়েছেন ৬৩ হাজার ১৬৫ ভোট, এ উপজেলায় নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোলনা প্রতীকের প্রার্থী এসএম মুজিবুর রহমান ১০ হাজার ৫শত ৩৩ ভোট পেয়েছেন ও লাঙল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত ৫ হাজার ৩শত ৭৩।
বেসরকারি ঘোষণায় নির্বাচনে জয়লাভ করে সাতক্ষীরা ১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন ।
উল্লেখ্য যে, তালা উপজেলায় ২ লাখ ৬২ হাজার ৭৩৭ এবং কলারোয়া উপজেলায় ২ লাখ ০৯ হাজার ৬০৬ ভোট।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।