সাতক্ষীরা তালায় মটরসাইকেল ট্রাকের সংঘর্ষে নিহত ১

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় মোটর সাইকেল-ট্রাকের সংঘর্ষে জামিরুল ইসলাম (১৫) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল ১১টার দিকে আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত জামিরুল সকালে দ্রুত গতিতে মোটর সাইকেলে তালা উপ-শহরে যাচ্ছিলেন। এসময় গোনালী বাজার এলাকায় আসলে বিপরীত মূখী ট্রাকের সাথে সংঘর্ষে জামিরুল ঘটনাস্থলে নিহত হয়।

খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত জামিরুলের পরিবারকে সমাবেদনা জানান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনূল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

সরকার ডিসেম্বরের দিকে ইলেকশন দেওয়ার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।