সুন্দরবনে ধরা পড়লো ২৪ কেজি ওজনের দাতিনাভোল

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): গহীন সুন্দরবনে ২৪ কেজি ৪০০ গ্রাম ওজনের এক মোদ্দা দাতিনা ভোলমাছ ধরা পড়েছে। সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী দাতিনাখালী এলাকার শুকুর আলী ও বাবু এদের জালে মাছটি ধরা পড়ে। শ্যামনগরের মুন্সীগঞ্জ এলাকার আবু মূসাসহ আরো কয়েক জন মাছ ব্যবসায়ী মাছটির দাম বলেছেন পাঁচ লাখ বিশ হাজার টাকা। তবে জেলেরা মাছের দাম চেয়েছেন সাড়ে ছয়লাখ টাকা। সোমবার দূপুর পর্যন্ত এমাছ বিক্রি হয়নি বলে জানিয়েছেন জেলে বাবু।

এবিষয়ে জেলে বাবু বলেন, আমার জীবনে এই প্রথম এই ভোল মাছ পেয়েছি। মাছটি পেয়ে আমারা খুব খুশি হয়েছিলাম। কিন্তু মাছ ব্যবসায়ীদের সিন্টিকেটের কারনে দাম উঠেছে কম। বাবু আরো বলেন বাইরে থেকে এই মাছ কিনতে পার্টি আসতে দিচ্ছেনা স্থানীয় মাছ ব্যবসায়ীরা। সেজন্য পাঁচ লাখ বিশ হাজার টাকার বেশি দাম উঠছে না। উক্ত মাছ ছাড়াও জেলেদের জালে ধরা পড়েছে লাউ ভোল ও জাত ভোল মাছ। ইতোমধ্যে একলাখ ছিয়াআশি হাজার টাকায় উক্ত মাছ বিক্রি হয়েছে।
দাতিনাভোল মাছের এই অস্বাভাবিক দাম সম্পর্কে জানতে চাইলে মাছ ব্যবসায়ী আবু বাক্কার বলেন এই মাছের ফুলকোর দাম অনেক বেশি হওয়ায় মাছটির দাম বেশি।

তারা আরো জানায়, এই মাছ থাইল্যান্ড, চায়নাসহ বিভিন্ন দেশে অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়। এদেশের মানুষ এই মাছের ফুলকো দিয়ে চুপ্স বানিয়ে খায়। এর ফুলকো সাত শ গ্রাম থেকে আট শ গ্রাম হতে পারে বলে ধারণা করা হয়েছে।

এই দাতিনাভোল মাছটি বিক্রি না হওয়ার কারন জানতে চাইলে শুকুর আলী বলেন সঠিক দাম হচ্ছেনা বলে মাছটি বিক্রি করা হয়নি। তবে বাইরের বড় পার্টির সাথে যোগাযোগ করা হচ্ছে।

শুকুর আলী আরো বলেন মাছটির সঠিক দাম হলেই ছেড়ে দেব।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।