ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাতভর হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এসব হামলায় শনিবার ভোর পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গাজায় ইসরাইলের ১৪১ দিনের হামলায় কমপক্ষে ২৯ হাজার ৫১৪ জন প্রাণ হারিয়েছেন। যাদের বেশিরভাগই শিশু ও নারী। সেই সঙ্গে আহত হয়েছেন ৬৯ হাজার ৬১৬ জন ফিলিস্তিনি।
প্যারিস আলোচনা শুরুর আগেই গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতোমধ্যে অযৌক্তিক এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস। এছাড়া জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও এমন পরিকল্পনার সমালোচনা করেছে।
এদিকে গাজার চলমান পরিস্থিতিতে দুর্ভিক্ষের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। এতে সেখানকার বেসামরিক নাগরিকদের উদ্বেগ আরও গভীর হয়েছে।
ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে কাজ করা জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনডব্লিউআরএ শনিবার ঘোষণা করেছে যে, গাজার বাসিন্দারা অত্যন্ত বিপদে রয়েছে; যখন বিশ্ব শুধু চেয়ে চেয়ে দেখছে।