ত্রাণের খ্যাদ্যের জন্য অপেক্ষমান শরনার্থীদের উপর ইসরাইলের বোমা ও গোলা বর্ষণ, জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ত্রাণের খ্যাদ্যের জন্য অপেক্ষমান ফিলিস্তিনি ক্ষুধার্ত নারী-শিশুদের উপর ইসরাইলি সৈন্যদের বর্বর বোমা হামলা ও গুলি বর্ষণের তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। আজ ২৭ ফেব্রুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে অবরুদ্ধ গাজা উপত্যকার নিরস্ত্র বেসামরিক আশ্রয়হীন ও ক্ষুধার্ত নাগরিদের উপর ইসরাইলি বর্বরতার    তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “ইসলাম ও মানবতার দুশমন বর্বর ইসরাইলি সৈন্যরা ত্রাণের খাদ্যের জন্য অপেক্ষমান ফিলিস্তিনি ক্ষুধার্ত শিশু, নারী ও পুরুষের উপর নির্বিচারে গুলি এবং বোমা বর্ষণ করে অসংখ্য ফিলিস্তিনিকে হত্যা ও আহত করে মানবতাকে ভূলুণ্ঠিত করেছে।

যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও শান্তিকামী রাষ্ট্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানবতার দুশমন ইসরাইলি প্রধানমন্ত্রীর একগুঁয়েমির কারণে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা সফল হচ্ছে না। ফিলিস্তিনের বিরাজমান পরিস্থিতিতে শান্তিকামী বিশ্ব উদ্বিগ্ন ও মর্মাহত। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজান মাস শুরুর পূর্বেই ফিলিস্তিনে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা প্রয়োজন। আসন্ন রমজানের পূর্বেই ফিলিস্তিনে মানবতার দুশমন ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও রক্তপাত বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা বিশ^বাসীর পবিত্র দায়িত্ব।

আসন্ন রমজানের পূর্বেই যেকোনো মূল্যে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি বাহিনীর অন্যায় ও অমানবিক যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসরাইলি প্রধানমন্ত্রীকে বাধ্য করার জন্য আমরা জাতিসংঘ, ওআইসি, মুসলিম উম্মাহ, সকল আন্তর্জাতিক সংস্থা, গণতান্ত্রিক দেশ এবং শান্তিকামী বিশ^বাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।