জধানীর বেইলি রোডে একটি সাত তলা শপিংমলে লাগা ভয়াবহ আগুনে পুড়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৭০ জন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত দেড়টার পর আগুন পুরো নিয়ন্ত্রণে আসে। এরপর ফায়ার সার্ভিস ভেতরে ঢুকে লাশ উদ্ধার করতে শুরু করে।
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ৪৫ জন মারা গেছেন। এদের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে। বাকি সাতজনের পরিচয় সনাক্ত করা যায়নি। তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, শেখ হাসিনা বার্ন ইউনিটে ১০ জন এবং পুলিশ হাসপাতালে একজন মারা গেছে।
জেলা প্রশাসক আনিসুর রহমান আরও জানান, আগুনের ঘটনায় কমপক্ষে ৬০ থেকে ৭০ জনের মতো আহত হয়েছে। এদের মধ্যে বেশিভাগই তিনটি হাসপাতালে চিকিৎসাধীন। এগুলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইউনিট এবং রাজারবাগ পুলিশ হাসপাতাল।
তবে ব্যক্তিগত উদ্যোগেও অনেকে আশেপাশের আরো অনেক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তিনি। অনেকেই চিকিৎসা নিয়ে বাড়িতেও চলে গেছেন বলে জানান তিনি।
হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগে ঘটনাস্থল থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।